Saturday, October 8, 2016

ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

by Kheladula  |  in Job Preparation at  11:49 AM

বিভিন্ন াকরির পীক্ষায় আস্তে পারে ভারত সম্পর্কে এমন কিছু ত্য নিয়ে আজকের আয়োজন। দেখে নিন আপনি কয়টা পারেন?
 
প্রশ্ন: ভারতে কয় কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে?
উঃ দুই কক্ষ বিশিষ্ট।
প্রশ্ন: ভারতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নামগুলো কি কি?
উঃ রাজ্যসভা ও লোকসভা।
প্রশ্ন: ভারতে রাজ্যসভার মোট আসন সংখ্যা কত?
উঃ ২৫০ টি (২৩৮টি নির্বাচিত এবং ১২টি সংরক্ষিত)।
প্রশ্ন: ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কত?
উঃ ৫৫২ টি (৫৫০টি নির্বাচিত এবং ২টি সংরক্ষিত)।
প্রশ্ন: ভারতে লোকসভার কত আসনে বর্তমানে নির্বাচন হয়?
উঃ ৫৪৩ টি।
প্রশ্ন: ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গর্ভনর নিযুক্ত হন?
উঃ সরোজিনী নাইডু।
প্রশ্ন: মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন?
উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।
প্রশ্ন: মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন?
উঃ ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।
প্রশ্ন: বিড়লা হাউসের বর্তমান নাম কি?
উঃ গান্ধী সদন।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল?
উঃ ১৫ লক্ষ।
প্রশ্ন: ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উঃ সোনিয়া গান্ধী।
প্রশ্ন: মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন?
উঃ ০৫ সেপ্টেম্বর ১৯৯৭।
প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল?
উঃ ০৯ জানুয়ারী ১৯১৫।
প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কে নেতৃত্ব দিয়েছিল?
জেনারেল রেজিল্যান্ড ডায়ার।
প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে কয়জন নিহত ও আহত হয়েছিলেন?
৫০০ ও ১,৫০০ জন।
প্রশ্ন: ভারত-চীন যুদ্ধ কবে সংগঠিত হয়?
১১ অক্টোবর, ১৯৬২।
প্রশ্ন: ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন?
উঃ ৩১ অক্টেবর ১৯৮৪।
প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে?
উঃ জওহরলাল নেহেরু।
প্রশ্ন: তাসখন্দ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১১ জানুয়ারী ১৯৬৬।
প্রশ্ন: ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?
উঃ উপ-রাষ্ট্রপতি।
প্রশ্ন: ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে?
উঃ মোরারজি দেশাই।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান মূখ্যমন্ত্রী কে?
উঃ মমতা বন্দোপাধ্যায়
প্রশ্ন: ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
উঃ ১৮ মে ১৯৭৪।
প্রশ্ন: ইবনে বতুতা কবে ভারত গমন করেন?
উঃ ১৩৩৩ সালে।
প্রশ্ন: ভাস্কো-দা-গামা কবে কালিকট বন্দরে আগমন করেন?
উঃ ১৪৪৮ সালে।
প্রশ্ন: পর্তুগীজরা কবে গোয়া দখল করে?
উঃ ১৫১০ সালে।
প্রশ্ন: শেরশাহ কবে হুমায়নকে পরাজিত করে দিল্লীর মসনদ দখল করে?
উঃ ১৫৩৯ সালে।
প্রশ্ন: সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়?
উঃ ১৫৬৪ সালে।
প্রশ্ন: আকবর কবে দীন ই এলাহি ধর্ম প্রবর্তন করেন?
উঃ ১৫৮২ সালে।
প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল কবে।
উঃ ৩ জুলাই ১৯৭২ সালে।
প্রশ্ন: মনসবদারী প্রথার প্রচলন করেন কোন সম্রাট?
উঃ সম্রাট আকবর।
প্রশ্ন: গেটওয়ে অব ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়?
উঃ ব্রিটেনের রাজা জর্জ।
প্রশ্ন: ভারতে সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত?
উঃ ভারত-পাকিস্তান সিমান্তে।
প্রশ্ন: ব্রিটেনে কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা ঘটে?
উঃ ১৬০০ সালে।
প্রশ্ন: উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরী মসজিদ ধ্বংস করে?
উঃ ০৬ ডিসেম্বর ১৯৯২।
প্রশ্ন: ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ অবস্থিত?
উঃ অযোধ্যায়।
প্রশ্ন: ইংল্যান্ডের রাণীকে কবে ভারতের সম্রাট ঘোষনা করা হয়?
উঃ ১৮৭৭ সালে।
প্রশ্ন: ভারত রক্ষা আইন প্রণীত হয় কোন সালে?
উঃ ১৯১৫ সালে।
প্রশ্ন: সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের?
উঃ ভারত।
প্রশ্ন: কাশ্মেীরে বিচ্ছিন্নবাদীদের প্রধান জোট কোনটি?
উঃ অল পার্টি হুরিয়াত কনফারেন্স।
প্রশ্ন: ফুলনদেবীকে কত তারিখে খুন করা হয়?
উঃ ২৫ জুলাই, ২০০১।
প্রশ্ন: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে শপথ গ্রহন করেন?
উঃ ২৬ মে, ২০১৪।
প্রশ্ন: নরেন্দ্র মোদি বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী?
উঃ ১৬ তম।
প্রশ্ন: ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে?
উঃ মীরা কুমার।
প্রশ্ন: কত তারিখে ভারতের কিংবদন্তী বনদস্যু বীরাপ্পন নিহত হয়?
উঃ ১৮ অক্টোবর, ২০০৪।
প্রশ্ন: ভারতের অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনটির নাম কি?
উঃ লিবারহ্যান কমিশন।
প্রশ্ন: ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি?
উঃ (RAW)

Proudly Powered by Blogger.